শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ এনজেপির স্থলবন্দরে ভাঙচুরের ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করছে তৃণমূল।অভিযোগ বিজেপির।অন্যদিকে ‘বিজেপি নেতাদের ফোন মারফত দলে নিয়ে আসার চেষ্টা ও বিভিন্ন মারফত হুমকি দিচ্ছে তৃণমূলের এক মন্ত্রী সহ তৃণমূল নেতারা’-এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
আজ একটি সাংবাদিক বৈঠক করে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এনজেপির ঘটনার নিন্দা প্রকাশ করেন।তিনি অভিযোগ করে বলেন, এই ঘটনার আগে এবং পর থেকেই বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ-সভাপতি জয়দীপ নন্দীকে এক মন্ত্রী সহ তৃণমূল নেতারা দলে নিয়ে আসার জন্য ফোন করে উত্যক্ত করছেন।পাশাপাশি বিভিন্ন মারফত হুমকি দেওয়া হচ্ছে।তবে তিনি পরিস্কার জানিয়ে দেন বিজেপি ছেড়ে কেউ কোথাও যাবে না।তিনি আরও বলেন, ফোন বা হুমকি বন্ধ না করলে যারা ফোন করছেন তাদের বাড়ির সামনে গিয়ে ধরনায় বসবে বিজেপি।
প্রসঙ্গত, স্থলবন্দরে ভাঙচুরের ঘটনা নিয়ে উত্তাল রাজনৈতিক মহল।এই ঘটনার সঙ্গে জড়িত তৃণমূল নেতা প্রসেনজিৎ রায়কে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে।