এনজেপিতে প্রাক্তণ কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় স্মারকলিপি প্রদান

শিলিগুড়ি, ৬ আগস্টঃ বৃহস্পতিবার রাতে হোটেল ব্যবসায়ী তথা প্রাক্তণ কাউন্সিলর সমীর দে কে মারধরের ঘটনার পর শুক্রবার এনজেপি থানায় স্মারকলিপি প্রদান করল এনজেপি স্টেশন মার্কেট ব্যবসায়ী সমিতি।


জানা গিয়েছে, এদিন অবিলম্বে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ সহ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে এনজেপি থানার ওসি সমির তামাংকে স্মারকলিপি প্রদান করা হয়।

এই বিষয়ে সমিতির সম্পাদক সত্যজিৎ দে জানান, প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে ঘটনার পুনরাবৃত্তি হবে না।তবে আগামীতে ফের এমন ঘটনা ঘটলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন তিনি।


প্রসঙ্গত, গতকাল রাতে হোটেল ব্যবসায়ী তথা প্রাক্তণ কাউন্সিলর সমীর দে এর ওপর হামলা চালায় স্থানীয় কিছু দুষ্কৃতি।ঘটনার পর আহত সমীর দে কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনাস্থলে এনজেপি থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।ঘটনার পরই দুষ্কৃতিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই মহম্মদ সাকিল ও ফকির নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ।শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *