এনজেপি’র রাজাহোলির ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে স্মারকলিপি প্রদান আইএনটিটিইউসি এর

শিলিগুড়ি, ৫ নভেম্বরঃ এনজেপি’র রাজাহোলিতে দাদাগিরির জেরে এক ব্যক্তির খুনের ঘটনার পর  দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোমবার রাতে এনজেপি থানায় স্মারকলিপি দিল আইএনটিটিইউসি টাউন ব্লক ৩।


প্রসঙ্গত, গত শুক্রবার এনজেপির রাজাহোলী এলাকায় ‘দাদাগিরি ট্যাক্স’ না পেয়ে মহম্মদ জুহুরি নামে ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠে এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে।ব্যক্তির কাছে ৫০০ টাকার দাবি করে কয়েকজন যুবক।টাকা দিতে না চাইলে শুরু হয় বিবাদ।এরপরই ব্যক্তির পরিবার ও ওই যুবকদের মধ্যে হাতাহাতি বাঁধে।মারধরে গুরুতর জখম হন ব্যক্তি।এরপর তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় ব্যক্তির।এদিকে ঘটনার পর মৃতের পরিবারের তরফে এনজেপি থানায় অভিযোগও দায়ের করা হয়।তবে এখনও অধরা অভিযুক্তরা।

অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে গতকাল রাতে এনজেপি থানায় যান আইএনটিটিইউসি টাউন ব্লক ৩ এর সদস্যরা।স্মারকলিপিও প্রদান করেন তারা।


 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *