এনজেপি থানা পুলিশের তরফে যানবাহন চালক ও পথচলতি মানুষের মধ্যে মাস্ক বিতরণ

রাজগঞ্জ, ৬ অক্টোবরঃ পথচলতি বিভিন্ন যানবাহন চালক ও সাধারণ মানুষদের  মাস্ক বিতরণ করল এনজেপি থানার পুলিশ।জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ফুলবাড়ির ক্যানেল রোড দিয়ে যাতায়াতকারী সমস্ত গাড়ির চালক ও পথচলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে মাস্ক।মঙ্গলবারও একইভাবে মাস্ক বিলি করা হয়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, করোনা আবহে মাস্ক পড়া বাধ্যতামূলক থাকলেও অনেকেই তা ব্যবহার করছে না।বিশেষ করে গাড়ির চালকদের মধ্যে মাস্ক না পরার প্রবণতা বেশি দেখা যাচ্ছে।এই কারণে যানবাহন চালকদের সচেতন করার পাশাপাশি তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হচ্ছে।এই কর্মসূচি আরও কয়েকদিন চলবে বলে জানা গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *