শিলিগুড়ি, ১২ অক্টোবরঃ গোটা দেশজুড়ে রেলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদের পরিকল্পনা নিয়েছে রেল দপ্তর।ইতিমধ্যে বেশ কিছু রাজ্যে নোটিশও জারি করা হয়েছে রেলের তরফে।
শিলিগুড়িতেও রেলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে রেলদপ্তর।এর প্রতিবাদে আজ রাস্তায় নেমে আন্দোলনে সরব হল দার্জিলিং জেলা বস্তি উন্নয়ন সমিতি ও সিটু দার্জিলিং জেলা কমিটি।
জানা গিয়েছে, আজ সংগঠনের যৌথ উদ্যোগে তিনবাত্তি মোড় থেকে একটি মিছিল বের করা হয়।মিছিলটি এডিআরএম অফিসে গিয়ে শেষ হয়।এডিআরএম অফিসে বিক্ষোভ কর্মসূচি করার পাশাপাশি ৪ দফা দাবিতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় রেলের আধিকারিকের হাতে।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা বস্তি উন্নয়ন সমিতির সভাপতি দিলীপ সিং, সম্পাদক আলী আকবর শেখ, সিটুর জেলা সম্পাদক সমন পাঠক সহ অন্যান্য নেতৃত্বরা।
দিলীপ সিং বলেন, রেলের এই উচ্ছেদের পরিকল্পনা কোনভাবেই তারা মেনে নেবেন না।৬৪১ জনকে পাট্টা দেওয়ার কথা বলা হলেও আজও তারা পাট্টা থেকে বঞ্চিত।অবিলম্বে পাট্টা দেওয়ার পাশাপাশি উচ্ছেদ বন্ধ করার দাবি জানান তিনি।তা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।