শিলিগুড়ি, ১ মার্চঃ শিলিগুড়ির এনজেপি স্টেশনে শিলচর সেকেন্দ্রাবাদ ট্রেন থেকে সোনার বিস্কুট সহ ২ পচারকারীকে গ্রেফতার করলো ডিআরআই।ধৃতদের নাম শেখ আকবর আলী(৩৫) এবং জাকির হুসেন শেখ(৪০)।দুজনই হাওড়ার বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর সেকেন্দ্রাবাদ ট্রেনের জেনারেল বগিতে অভিযান চালিয়ে সন্দেহের ভিত্তিতে আটক করা হয় দুজনকে।দুজনের তল্লাশি চালাতেই তাদের কোমরের বেল্ট, প্যান্টের পকেট এবং ব্যাগ থেকে দশ পিস সোনার বিস্কুট উদ্ধার হয়।উদ্ধার হওয়া সোনার বিস্কুটের কোন বৈধ নথী দেখাতে না পারায় দুজনকে গ্রেফতার করে ডিআরআই।
উদ্ধার হওয়া সোনার ওজন ১ কিলো ১৬৫ গ্রাম।যার বাজারমূল্য ৭২ লক্ষ ৯৮ হাজার ৭২৫ টাকা।ইন্দো বাংলাদেশ বর্ডার থেকে শিলিগুড়ি হয়ে কটকে পাচারের উদ্দেশ্যে সোনার বিস্কুটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।