শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ গায়ের জোরে এনজেপি স্টেশন চত্বর জুড়ে বনধ করাল প্রসেনজিৎ রায়ের গোষ্ঠীর লোকেরা।
বৃহস্পতিবার এনজেপি ড্রাই পোর্টে ভাঙচুরের অভিযোগ ওঠে প্রসেনজিৎ রায় ও তার লোকজনের বিরুদ্ধে।৬ জনকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।সেই ঘটনার প্রতিবাদে আজ এনজেপি স্টেশনে সমস্ত বাস, গাড়ি, টোটো, সিটি অটো চলাচল বন্ধ রাখা হয়।সমস্ত হোটেল ও দোকানপাটও এদিন বন্ধ রাখা হয়েছিল।
যদিও প্রসেনজিৎ রায়ের অনুগামীদের দাবি, সকলে কর্মবিরতি পালন করছে।তবে এদিন বনধের জেরে চরম হয়রান হতে হয় যাত্রী ও পর্যটকদের।ট্রেন থেকে নেমে গাড়ি না পেয়ে দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকতে হয় যাত্রীদের।আবার কেউ কয়েক কিলোমিটার হেটে গাড়ি পান।
এদিন স্টেশনজুড়ে কোথাও দেখা যায়নি প্রসেনজিৎ রায়কে।যদিও এদিক ওদিক গিয়ে দোকানপাট বন্ধ করাতে দেখা যায় তার লোকজনকে।সকাল থেকে স্টেশনজুড়ে পুলিশের টহলদারিও ছিল।