শিলিগুড়ি, ১৫ আগস্টঃ স্বাধীনতা দিবসের দিন শিলিগুড়ির এনজেপি স্টেশনে সাতসকালে বোমাতঙ্ক।ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল এনজেপি স্টেশন চত্বরে।
এদিন এনজেপি স্টেশনে ঢোকার মুখে একটি গাছের আড়ালে গোলাকার বস্তু নজরে আসে।সঙ্গে সঙ্গেই আরপিএফ এবং জিআরপি আধিকারিকদের বিষয়টি জানানো হয়।ঘটনার খবর পেয়ে সেখানে পৌছায় সিআইডি’র বম্ব ডিসপোসাল স্কোয়াড।বস্তুটিকে এনজেপি স্টেশন থেকে তুলে স্থানীয় একটি খালি মাঠে নিয়ে যাওয়া হয়।সেখানেই বস্তুটিকে নিষ্ক্রিয় করা হয়।
আসলে বস্তুটি বিস্ফোরক না অন্য কোনো জিনিস তা জানা যায়নি।সেটিকে পরীক্ষা করার জন্য সিআইডি এর তরফে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ফরেনসিক টেস্টের পরই বিষয়টি জানা যাবে।
অন্যদিকে এদিন আরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার এজি ফারুক বলেন, দেশি বোমা সন্দেহ করা হয়েছিল।সেকারনেই সেটিকে নিষ্ক্রিয় করা হয়েছে।তবে সেই বস্তুটি আসলে কি ছিল তা জানা যায়নি।সিআইডি বিষয়টি ক্ষতিয়ে দেখছে।