শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ সামনেই প্রজাতন্ত্র দিবস।তার আগে বিশেষ নজরদারি শিলিগুড়ির এনজেপি স্টেশনে।নিরাপত্তার ঘেরাটোপে এনজেপি স্টেশন।
সোমবার যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে পরিদর্শনে বের হন আরপিএফ এর কমান্ড অফিসার কমল সিং।স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়।
আরপিএফ এর কমান্ড অফিসার কমল সিং জানান, প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশনে আসা যাওয়া করে।প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে গোটা স্টেশন চত্বরে বিশেষ তল্লাশি অভিযান চালানো হচ্ছে।প্রত্যেক ট্রেনেই বিশেষ নজর রাখা হচ্ছে।