শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ অমৃত ভারত প্রকল্পের আওতায় থাকা শিলিগুড়ির এনজেপি স্টেশনে সদস্যতা অভিযান কর্মসূচি গ্রহণ করলো বিজেপি।
জানা গিয়েছে, গোটা দেশে অমৃত ভারত স্টেশন গুলিতে সদস্যতা গ্রহণ কর্মসূচি শুরু করেছে বিজেপি।তারই অঙ্গ হিসেবে শনিবার এনজেপি স্টেশনে সদস্যতা অভিযান চালায় বিজেপির ৬ নম্বর মন্ডল কমিটি ও শিলিগুড়ি সাংগঠনিক জেলা যুব মোর্চার সদস্যরা।এদিন স্টেশনে আগত বেশকিছু যাত্রী সদস্যপদ গ্রহন করান তারা।
এই বিষয়ে বিজেপি জেলা যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস জানান, আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত ভারতের সমস্ত অমৃত ভারত স্টেশন গুলিতে সদস্যপদ গ্রহণ কর্মসূচী চালাবে বিজেপি।তারই অঙ্গ হিসেবে আজ এনজেপি স্টেশনে এই অভিযানে সামিল হয়েছি আমরা।মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের এই অভিযানে সামিল হয়ে সদস্যপদ গ্রহন করছেন বলে জানান তিনি।