শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ ২৩শে জানুয়ারি ও ২৬শে জানুয়ারির আগে গুরুত্বপূর্ণ এনজেপি স্টেশনের নিরাপত্তা নিয়ে বৈঠক সারলেন রেলের আধিকারিকেরা।
প্রজাতন্ত্র দিবসের আগে উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ এনজেপি স্টেশনকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলার উদ্যোগ গ্রহন করেছে রেল দপ্তর।নিরাপত্তা নিয়ে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে রেল।
বুধবার এই নিয়ে বৈঠক সারেন রেল আধিকারিকেরা।বৈঠকে রেলের কর্মীরা ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।নিরাপত্তায় কোন খামতি যাতে না থাকে সেই নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে রেল পুলিশের আধিকারিক সুরেন্দ্র সিং জানান, এনজেপি স্টেশনের নিরাপত্তা সুনিশ্চিত করতে রেল কর্মীদের পাশাপাশি রেলের সঙ্গে যারা বিভিন্নভাবে জড়িত তাদের নিয়ে বৈঠক করা হল।নিরাপত্তার স্বার্থে সকলকে সাহায্য করার আবেদন করা হয়েছে।