শিলিগুড়ি, ২৪ জানুয়ারিঃ হকারদের উপর লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে ফের বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলো অল বেঙ্গল তৃণমূল রেলওয়েস হকার্স ইউনিয়নের এনজেপি শাখা।
বহু হকার দীর্ঘ ৪০ থেকে ৫০ বছর ধরে রেলে হকারি করে জীবিকা নির্বাহ করে আসছেন।অভিযোগ, রেল প্রশাসন ও আরপিএফ একের পর এক হকারকে আটক করে মামলা দিচ্ছে।১২০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হচ্ছে।বিষয়টি নিয়ে একাধিকবার রেল প্রশাসনের দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান মেলেনি।এই কারণে শনিবার এনজেপি আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়।
অল বেঙ্গল তৃণমূল রেলওয়েস হকার্স ইউনিয়নের এনজেপি শাখার সভাপতি সুজয় সরকার বলেন, বিজেপির চাপেই রেল প্রশাসন হকারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছে।এভাবে খেটে খাওয়া মানুষের রুজি-রোজগার কেড়ে নেওয়া যাবে না। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব।আগামীদিনে হকারদের উপর হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন তিনি।
