শিলিগুড়ি, ১৫ জুনঃ এলাকার ক্ষমতা দখল ও জুয়ার আসর নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা।যার জেরে শিলিগুড়ির এনজেপি আইওসি এর সামনে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হল।
শুক্রবার রাতে আইওসি গেট থেকে কিছুটা দূরে কালিপদ রায় নামে এক ব্যক্তিকে খুন করা হয়। এলাকার কিছু যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে।রক্তাক্ত অবস্থায় রাতে ব্যক্তিকে জেলা হাসপাতাল ও পরে সেবক রোডে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায়।এর আগেও দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে এলাকায় এনজেপি থানার পুলিশ রয়েছে।
শনিবার সকালে ঘটনার খবর পেয়ে এলাকায় যান কাউন্সিলর শম্পা নন্দী ও প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী।
এদিন জয়দীপ নন্দী জানান, জুয়ার বোর্ড নিয়ে ঝামেলার জেরে এই ঘটনা।পুলিশ দেখছে বিষয়টি।এর আগেও বেশ কয়েকবার এলাকায় ঝামেলার ঘটনা ঘটেছে।
এদিকে ঘটনার পর আজ এনজেপি থানায় যান মৃতের পরিবারের সদস্যরা।আনন্দ রায়, উৎসব রায়, টুকাই রায়, নবীন রায়, প্রবীন রায়, রিঙ্কু রায়, পারুল রায় এবং সোনামণি রায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন তারা।অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী জানান মৃতের পরিবার।