শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ প্রসেনজিৎ রায়কে বহিষ্কার করে এনজেপিতে গঠিত হল আইএনটিটিইউসি এর নতুন কমিটি।এই কমিটির কনভেনার হিসেবে থাকছেন সুজয় সরকার।
রবিবার তৃণমূল জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি স্পষ্ট করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী গৌতম দেব, তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার, আইএনটিটিইউসি এর জেলা সভাপতি অরূপ রতন ঘোষ।
জানা গিয়েছে, সুজয় সরকার, অঙ্কুর দাস, বাপি ভট্টাচার্য, বাবলু দাস, রাখি সরকার, মৃণাল অধিকারি, এমডি সামারু, বিমল দাস এই ৮ জনকে নিয়ে নতুন কমিটি গঠিত হল।এই কমিটি এখন থেকে এনজেপিতে আইএনটিটিইউসি মনিটরিং করবে বলে জানান অরূপ রতন ঘোষ।
মন্ত্রী গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শিল্পের অগ্রগতি চান, সেইক্ষেত্রে শান্তি বজায় রাখা জরুরী।এক্ষেত্রে কেউ দলের ভাবমূর্তি নষ্ট করলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, বাকিটা পুলিশ দেখবে।পাশাপাশি ৯ ফেব্রুয়ারী চারটি নতুন প্রকল্পের উদ্বোধন হতে চলেছে বলেও জানান তিনি।