শিলিগুড়ি, ২১ জানুয়ারি: এনজেপির নেতাজি মোড় সংলগ্ন এলাকায় কুয়োতে পড়ে গেলেন এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
জানা গিয়েছে, এদিন কুয়োর ভেতর থেকে চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসেন এবং ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করেন। তবে সফল না হওয়ায় দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন। পাশাপাশি নিউ জলপাইগুড়ি থানার পুলিশও ঘটনাস্থলে আসে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দমকল ও পুলিশ যৌথভাবে কুয়োর ভেতর থেকে ব্যক্তিকে উদ্ধার করে।
তবে কিভাবে ব্যক্তি কুয়োতে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়।ব্যক্তিকে উদ্ধারের পর দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দমকল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে ওই ব্যক্তির চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
