শিলিগুড়ি, ৭ জানুয়ারিঃ এনজেপি স্টেশন চত্বরে সিন্ডিকেট রাজ ও তোলাবাজির অভিযোগ উঠল। সেই অভিযোগ নিয়ে এনজেপি থানায় অভিযোগ জানানোর পাশাপাশি ঘেরাও করল সিকিমের গাড়ি চালকেরা। অভিযোগ বহুদিন ধরেই স্টেশন চত্বরে সিন্ডিকেট রাজ চলছে। পার্কিংয়ের টাকা দেওয়ার পরও চালকদের থেকে মাঝেমধ্যেই কয়েকজন টাকার দাবি করে বলে অভিযোগ।
দিন কয়েক আগে সেখানে একটি হোটেল থেকে পর্যটকদের নিতে গেলে সিকিমের এক গাড়ি চালকের থেকে টাকার দাবি করা হয় বলে অভিযোগ। এরপর টাকা দিতে না চাইলে তাঁকে হেনস্থা করা হয়। সেই ভিডিয়ো ভাইরাল হয়। এরপরই মঙ্গলবার এনজেপি থানায় গিয়ে অভিযোগ জানান চালকেরা।
গাড়ি চালকদের অভিযোগ পার্কিংয়ের জন্য ২০০ টাকা নেওয়া হয়। কিন্তু সম্প্রতি পর্যটকদের হোটেলে ছাড়তে আসলে কিংবা নিতে আসলে পার্কিং লটের বাইরেও টাকার দাবি করা হয়েছে। দাদাগিরি ট্যাক্স না দিতে চাইলে হেনস্থা করা হয়, গালিগালাজ করা হয়। এই ঘটনার পরই এনজেপি স্টেশন চত্বরে সিন্ডিকেটরাজ ও এভাবে তোলাবাজি নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন চালকেরা।