শিলিগুড়ি, ১ নভেম্বরঃ ফের উত্তপ্ত এনজেপি এলাকা।সোমবার সকালে এনজেপি স্টেশন এলাকায় ট্রাক স্ট্যান্ডে এলাকার দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক ঝামেলা শুরু হয়।
এরপরই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়।আগে থেকেই এলাকায় প্রচুর লাঠি, পাথর, লোহার রড মজুত করা ছিল।ঘটনার খবর পেয়ে এনজেপি থানার পুলিশ যায় সেখানে।দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলায় জখম হন এক পুলিশ কর্মী।লাঠির আঘাতে হাত ভেঙে গিয়েছে এক পুলিশ কর্মীর।
এরপরই এলাকায় এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়।পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করে পুলিশ।পরে ঘটনাস্থলে যান ডিসিপি জয় টুডু, এসিপি শুভেন্দ্র কুমার।ঘটনাস্থল থেকে আটক করা হয় ৫ জনকে।
এদিকে ঘটনার পর বহিষ্কৃত তৃণমূল নেতা প্রসেনজিৎ রায়েরও নাম জড়ায়।যদিও তার বক্তব্য কে বা কারা হামলা করলো কিছুই জানা নেই।তিনি এনজেপি স্টেশন এলাকায় অনেকদিন ধরে যান না।