শিলিগুড়ি, ১৭ জানুয়ারিঃ মালদায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।উদ্বোধনের পর শিলিগুড়ির এনজেপি স্টেশনে পৌছায় ট্রেনটি।এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে স্টেশনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ।
এদিন এনজেপি স্টেশনে বন্দে ভারত ট্রেনকে স্বাগত জানানো হয়। বিধায়ক শঙ্কর ঘোষ ট্রেনে উঠে আধুনিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই বন্দে ভারত স্লিপার ট্রেন উত্তর-পূর্ব ভারতের মানুষের দীর্ঘদিনের একটি বড় পাওনা ছিল। এতদিন রাতে কলকাতা রুটে সরাসরি কোনও উপযুক্ত ট্রেন পরিষেবা ছিল না। এই নতুন স্লিপার পরিষেবা চালু হওয়ায় উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের যাতায়াত আরও সহজ, আরামদায়ক হবে।এই ট্রেন উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে।
