শিলিগুড়ি, ৩০ জানুয়ারিঃ করোনা পরিস্থিতিতে রক্ত সংকট মেটাতে এগিয়ে এল গেট বাজার ইয়ুথ ক্লাব।
রবিবার ইয়ুথ ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিনের শিবিরে মহিলারাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।শিবিরে সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।
এদিন শিবিরে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক সঞ্জিব মাইতি, সভাপতি রাজকুমার সহ অন্যান্য সদস্যরা।