শিলিগুড়ি, ২ এপ্রিলঃ শিলিগুড়িতে নাবালিকাকে খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবী জানিয়ে এনজেপি থানায় বিক্ষোভ দেখালো ডিওয়াইএফআই।
প্রসঙ্গত, মঙ্গলবার এনজেপি থানা এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ওই নাবালিকা দুপুরে বাড়ি থেকে বের হয়।এরপরই খুন হয় নাবালিকা।নাবালিকার বন্ধু রোহিত নাবালিকার পরিবারকে ফোন করে জানায় ঝোপের মধ্যে তাঁকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে।যদিও পরবর্তীতে রোহিতের এলাকার বাসিন্দারা জানায় মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ নাবালিকাকে অচৈতন্য অবস্থায় বাড়ি থেকে নিয়ে বের হয়েছিল রোহিত।
এই ঘটনার পরই এনজেপি থানায় বিক্ষোভে সামিল হয় বিজেপি।দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ফের আন্দোলনে সরব হল ডিওয়াইএফআই দার্জিলিং জেলা কমিটি।এদিন মিছিল করে এনজেপি থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা।থানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখান তারা।পরবর্তীতে থানার আইসি স্মারকলিপি তুলে দেওয়া হয়।
ডিওয়াইএফআই এর দার্জিলিং জেলা যুগ্ম সম্পাদক সাগর শর্মা জানান, পুলিশকে আরও কঠোর হাতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে অপরাধীরা অপরাধ করার আগে প্রশাসনকে ভয় পায়।