শিলিগুড়ি, ৩০ মেঃ ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানে নামল এনজেপি ট্রাফিক পুলিশ।
জানা গিয়েছে, সোমবার হঠাৎই এনজেপি ট্রাফিক ওসি সন্দীপ সুব্বার নেতৃত্বে এনজেপি এলাকার বিভিন্ন জায়গায় অভিযানে নামে ট্রাফিক পুলিশ।হেলমেটহীন এবং গাড়ির সঠিক কাগজপত্র না থাকায় বেশকয়েকজনকে জরিমানা করা হয়।আগামীতেও পুলিশের এই অভিযান চলবে বলে জানা গিয়েছে।