শিলিগুড়ি,৮ জুনঃ ফের উত্তপ্ত এনজেপি এলাকা।এবার এনজেপি এলাকায় তৃণমূলের কাউন্সিলরকে হেনস্থার মুখে পড়তে হল।বৃহস্পতিবার শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডে নেতাজি মোড়ের কাছে মন্দিরের একাংশ ভাঙা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গন্ডগোল শুরু হয়।সেই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
ওয়ার্ড কাউন্সিলর শম্পা নন্দীর অভিযোগ, নেতাজি মোড়ের কাছে এলাকার দীর্ঘদিনের পুরোনো মন্দির রয়েছে। এদিন সেই মন্দির ভেঙে দেওয়া খবর আসে। তা শুনে এলাকায় গেলে তাঁকে হেনস্থা করা হয়। গালিগালাজ করার পাশাপাশি ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। শিলিগুড়ি টাউন ব্লক ৩ নিউ জলপাইগুড়ি শাখা আইএনটিটিইউসি’র সভাপতি সুজয় সরকার এবং তার অনুগামীরা হেনস্থা করে বলে অভিযোগ কাউন্সিলরের। এদিন মেয়র গৌতম দেবকে ফোন করে বিষয়টি জানানো হয়।
অন্যদিকে শিলিগুড়ি টাউন ব্লক ৩ নিউ জলপাইগুড়ি শাখা আইএনটিটিইউসি’র সভাপতি সুজয় সরকার বলেন, এই মন্দির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার মরশুমে মন্দিরে জল পড়ে মায়ের মূর্তি ক্ষতিগ্রস্ত হয়।সেই কারণে মন্দিরকে নতুনভাবে নির্মাণ করার জন্য ভাঙা হচ্ছে। এদিকে ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।