এনজেপি’র গেটবাজারে নতুন রাস্তার উদ্বোধন করলেন মেয়র

শিলিগুড়ি,৩০ মার্চঃ প্রতিশ্রুতি অনুযায়ী নতুন রাস্তা পেল এনজেপি’র গেটবাজার।শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে পুর নির্বাচনে লড়েছিলেন শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব। সেইসময় নানান কাজের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।


এরপরই এনজেপি গেটবাজারে ৯৫০ মিটার সিসি রাস্তার কাজ শুরু হয়।বৃহস্পতিবার সেই রাস্তার উদ্বোধন করলেন পুরনিগমের মেয়র গৌতম দেব।তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদ মানিক দে,কমল আগরওয়াল,শোভা সুব্বা, রঞ্জন শীল শর্মা, জয়ন্ত রায় সহ অন্যান্যরা।

মেয়র জানান, শহরের সব কটি বাজারের রাস্তাকেই নতুন ভাবে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পুরনিগম।ইতিমধ্যে বেশকয়েকটির কাজও শেষ হয়েছে।এছাড়াও গেট বাজারে এসজেডি এর অর্থ ব্যায়ে একটি শৌচালয় নির্মান করা হয়েছে। তবে কিছু কাজ এখনও বাকি আছে,সেটিও দ্রুত শেষ করে বাজারের ব্যাবসায়ীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *