শিলিগুড়ি,৯ মার্চঃ এনজেপি রেলওয়ে মজদুর ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হল ৪৭ তম বার্ষিক সাধারণ সভা।এদিনের সভায় সমস্ত স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।সভায় রেলকে বেসরকারিকরণের প্রক্রিয়ার বিরোধিতায় সোচ্চার হন উপস্থিত নেতৃত্বরা।
সংগঠনের সাধারণ সম্পাদক আশিস বিশ্বাস জানান, রেলকে বেসরকারিকরণের পথে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার।তার প্রক্রিয়াও শুরু হয়েছে।এছাড়াও রেলকে বেসরকারীকরনের বিরোধিতার পাশাপাশি পুরনো পেনশন স্কিম, ডিএ অবিলম্বে চালু করার দাবি জানান তিনি।
আশিস বাবু আরও বলেন, এই বিষয়ে তাদের সংগঠন আন্দোলন করে গেলেও রেলদপ্তর তাদের দাবির প্রতি কোনরুপ সহানুভুতি দেখায়নি।তাই দাবি পূরণের লক্ষ্যে বার্ষিক সাধারন সভার মধ্য দিয়েই আন্দোলনের রুপরেখা তৈরি করে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।