শিলিগুড়ি, ৪ এপ্রিলঃ দেশজুড়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডগুলিতে কমছে যায়গা। এই অবস্থায় রোগীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেই কারনে চিকিৎসা ক্ষেত্রে সহযোগীতার হাত বাড়িয়ে দিল এনএফরেলওয়ে।
এনজেপি’তে ২০ টি রেলের কোচকে পরিণত করা হচ্ছে আইসোলেশন কোচে। ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করেই কোচগুলিকে আইসোলেশন কোচে পরিনত করার কাজ চলছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে চালু হয়ে যাবে আইসোলেশন কোচ। প্রয়োজনে করোনা আক্রান্ত রোগীদের রাখা হবে এই আইসোলেশন কোচে।