জানুয়ারিতেই এনজেপি থেকে চলবে বৈদ্যুতিক যাত্রীবাহি ট্রেন

শিলিগুড়ি, ৯ জানুয়ারিঃ চলতি মাসেই এনজেপি থেকে হাওড়া, শিয়ালদহ এর মধ্যে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু হচ্ছে। গত কয়েকদিন ধরেই পরীক্ষামূলক ভাবে বৈদ্যুতিক ইঞ্জিন চালানো হয়েছে গুঞ্জরিয়া-এনজেপি সহ বিভিন্ন রুটে।


রেল সূত্রে জানা গিয়েছে, আপাতত এনজেপি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, এনজেপি-মালদা প্যাসেঞ্জার ট্রেন চলবে। চলতি মাসের শেষের দিকে বৈদ্যুতিক ইঞ্জিনে দার্জিলিং মেল ও পদাতিক এক্সপ্রেসও চলার কথা রয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী ১৩ জানুয়ারি থেকে বৈদ্যুতিক ইঞ্জিন প্রথম এই যাত্রীবাহি ট্রেন চলার কথা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCEL