শিলিগুড়ি,৯ ফেব্রুয়ারিঃ এনজেপি থেকে নেপাল যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের।ঘটনায় আহত আরও আটজন।সাতসকালে ঘটনাটি ঘটেছে বাগডোগরার কেস্টপুর মোড়ে।
ঘটনায় আহত খর্গবাহাদুর নেওয়ার জানান, অসম থেকে ট্রেনে করে এনজেপিতে নেমে নেপালে যাচ্ছিলাম।গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে দেখি দুজনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা মারে গাড়িটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।আহত হয় গাড়িতে থাকা আরও আটজন।আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারনেই এই দুর্ঘটনা।গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।