শিলিগুড়ি,৫ জানুয়ারিঃ এনজেপি’র আইওসি’র সামনে দুপক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ।ঘটনায় রীতিমতো উত্তপ্ত এনজেপি’র আইওসি সংলগ্ন এলাকা।
জানা গিয়েছে, আইওসি’র থেকে তেল নিয়ে যেসমস্ত ট্যাঙ্কারগুলি বিভিন্ন পেট্রোলপাম্পে যায় তাদের টেন্ডার জমা ঘিরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।অভিযোগ, আজ আইএনটিটিইউসি নেতা প্রসেনজিত রায় ও তার লোকজনের ওপরে একপক্ষ হামলা চালায় এবং তাদেরকে লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়া হয়।তারপরেই দুপক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ বাধে।
ইতিমধ্যেই এনজেপি থানার পুলিশ এলাকায় পৌঁছেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।গোটা ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।