শিলিগুড়িঃ শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডে মনীষীদের মূর্তি ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের। বুধবার মূর্তিগুলি দেখতে এলাকায় গেলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
সোমবার রাতে দুষ্কৃতীরা পাতিকলোনির কাছে দশ জন মনীষীর মূর্তি ভাঙচুরের চেষ্টা চালায়। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। মঙ্গলবারই প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন কাউন্সিলর অমর আনন্দ দাস।
বুধবার বিকেলে এলাকায় যান মেয়র। মূর্তিগুলি দেখেন। এরপরই তিনি জানান, খুব নিন্দনীয় ঘটনা। যেভাবে মনীষীদের মূর্তি ভাঙা হয়েছে তার প্রতিবাদ করা উচিত। পুরনিগমের তরফেও পুলিশ কমিশনারকে চিঠি করা হয়েছে। দোষীদের অবিলম্বে চিহ্নিত করতে বলা হয়েছে।
অন্যদিকে এদিন এলাকায় যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। ঘটনার নিন্দাপ্রকাশ করে শহরের নিরাপত্তা বাড়ানোর দাবি করেন তিনি। মূর্তি পরিদর্শন শেষে পাশে একটি স্কুলে যান বিধায়ক। স্কুল পড়ুয়াদের সাথে সাক্ষাৎ করতে দেখা যায় তাঁকে। মনীষীদের বিষয়ে পড়ুয়াদের অবগত করেন তিনি।