রাজগঞ্জ, ৬ জুলাইঃ লকডাউন শিথিল হলেও ফুলবাড়ি-শিলিগুড়ি রুটে সিটি অটোতে যাত্রী নেই। অসহায় অবস্থায় দিন কাটছে চালকদের।
শিলিগুড়ির লাগোয়া রাজগঞ্জের ফুলবাড়ি একটি জনবহুল এলাকা। ফলে প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত রয়েছে।ফুলবাড়িতে গড়ে উঠেছে সিটি অটো স্ট্যান্ড।আগে ফুলবাড়ি থেকে ওই রুটে ৫০-৬০টি সিটি অটো চলত। তার মধ্যে এখন হাতে গোনা কয়েকটি রাস্তায় নামলেও দেখা নেই যাত্রীদের।
সিটি অটো চালকরা বলেন, করোনার ভয়ে মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছে না।দীর্ঘক্ষণ বসে থাকার পর ২-৩ জন যাত্রী পাওয়া যাচ্ছে। এভাবে সারাদিনে যা উপার্জন হয় তা থেকে তেল খরচ ছাড়াও মালিককে টাকা দিতে হয়।
দিনের শেষে কার্যত খালি হাতেই ঘরে ফিরতে হচ্ছে চালকদের।নিরুপায় হয়ে কেউ কেউ অন্য পেশায় ঝুঁকছে।যাদের বিকল্প উপায় নেই তারা সিটি অটো নিয়ে যাত্রীদের অপেক্ষায় বসে থাকছেন তারা পরিবার নিয়ে খুব অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন বলে চালকরা জানিয়েছেন।