জলপাইগুড়ি,১৪ অক্টোবরঃ নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামলো জলপাইগুড়ি জেলা বিজেপি যুব মোর্চা।
বুধবার শহরের ডিবিসি রোডের বিজেপি কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়।মিছিলে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়,বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী, বিজেপি যুব মোর্চা জেলা সভাপতি পলেন ঘোষ সহ অন্যান্যরা। এদিনের মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা কর্মীরা।
জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় বলেন, আমাদের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয়েছে।এর প্রতিবাদ জানাই।আমাকেও আক্রমনের চেষ্টা করা হয়৷যাই হোক কোনরকমে বেঁচে যাই।এই ঘটনার প্রতিবাদ জানাই।
আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা বলেন, আমাদের যুবকদের মারা হয়েছে এই কারনে আজকে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছি আমরা।