খড়িবাড়ি,১৬ সেপ্টেম্বরঃ নবান্ন অভিযানের পর এবার থানা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি।শুক্রবার রাজ্য বিজেপির নির্দেশে খড়িবাড়ি থানায় বিক্ষোভ প্রদর্শন করে রানিগঞ্জ-বিন্নাবাড়ি ও খড়িবাড়ি-বুড়াগঞ্জ মন্ডল কমিটি। এদিন থানার সামনে পুলিশ ও তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিল সদস্য গনেশ দেবনাথ, ভোলানাথ সিদ্ধা, কল্যানকুমার প্রসাদ সহ অন্যান্যরা।
অন্যদিকে নকশালবাড়ি থানায় বিক্ষোভ প্রদর্শন করল নকশালবাড়ি মন্ডল কমিটি।সেখানে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি দিলীপ বাড়ুই, মন্ডল সভাপতি শত্রুঘ্ন সাহানী, সুমন বর্মন, সাধন চক্রবর্তী সহ অন্যান্যরা।