শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ রবিবার ৩১ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শক্তিগর উজ্জ্বল সংঘ মাঠে নবীন-প্রবীণদের নিয়ে মিলন মেলার আয়োজন করা হল।
জানা গিয়েছে, এই মিলন মেলায় উদ্যোক্তাদের তরফে নিরামিষ, আমিষ দুই ধরণের খাবারের ব্যবস্থা করা হয়।নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।এদিনের মিলন মেলায় হাজির হন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।উপস্থিত নবীন প্রবীনদের সঙ্গে কথা বলেন তিনি।
উদ্যোক্তাদের পক্ষ্ থেকে কৌশিক দত্ত জানান,করোনা সময়কালে সকলেই প্রায় গৃহবন্দি হয়ে পরেছিল।তাদের একঘেয়েমি কাটিয়ে তুলতে এলাকাতেই নবীন প্রবীন মিলন মেলার আয়োজন করা হয়।তিনি জানান, এদিনের মিলন মেলার মধ্য দিয়ে বাংলার ঐক্য বজায় রাখার বার্তাও দেওয়া হয়।