শিলিগুড়ি, ২০ ডিসেম্বরঃ রাজনীতির শিকার ঠাকুরনগর রেলগেট! কেন্দ্র সরকার ফ্লাইওভার নির্মানের জন্য অর্থ বরাদ্দ করলেও রাজ্য সরকারের তরফে NOC দেওয়া হচ্ছে না। এমনি অভিযোগ তুলে ঠাকুরনগর রেলগেটের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।
বর্তমানে ঠাকুরনগর রেলগেট যানজটের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। নিত্যদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় পথ চলতি সাধারণ মানুষকে।যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্সও।এই যানজট থেকে মুক্তি পেতে স্থানীয় বাসিন্দারা একাধিকবার পথ অবরোধও করেন।তবে এখনও অবধি সুরাহা হয়নি।
উল্লেখ্য, ঠাকুরনগর রেলগেটের যানজট এড়াতে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফে ফ্লাইওভার নির্মাণের দাবি তুলে একাধিকবার অবস্থান বিক্ষোভ করা হয়েছিল।রেলের এডিআরএম অফিসে স্মারকলিপি দেওয়া হয়। অবশেষে রেলের তরফে ঠাকুরনগর রেলগেটে ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলে এবারে রাজ্য সরকারের তরফে NOC আটকে দেওয়া হয়েছে।যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।এই কারণে এদিন অবস্থান বিক্ষোভে বসেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।
এদিন বিধায়ক শিখা চ্যাটার্জী বলেন, এই রেলগেটে ঘন্টার পর ঘন্টা যানজট থাকে।ফ্লাইওভার নির্মাণের জন্য ১০০ শতাংশ অর্থ বরাদ্দ করা হয়েছে।রাজ্যের NOC মিললেই কাজ হবে।কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও রাজ্যের তরফে এনওসি দেওয়া হচ্ছে না।বিধানসভাতেও বিষয়টি তোলা হয়েছিল কিন্তু লাভ হয়নি।এই কারণে আজকের এই বিক্ষোভ কর্মসূচি।
অন্যদিকে ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুধা সিংহ চ্যাটার্জি বলেন, সামনেই লোকসভা ভোট আসছে তাই তাদের তোরজোর শুরু হয়েছে।এই রেলগেট নিয়ে আমরাও ধর্না বিক্ষোভ করেছিলাম।রাজ্য সরকার এনওসি দিচ্ছে না এটার কোনো তথ্য কি আছে তাদের কাছে।আমরা এই বিষয়ে আগে কোনদিন শুনিনি।