শিলিগুড়ি, ৪ মার্চঃ বর্ষার আগে নদীর গতি ফিরিয়ে দিতে ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারের কাজ শুরু হয়েছে।সেই কাজ ঘুরে দেখলেন মেয়র গৌতম দেব।
এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ মানিক দে ৩৬ ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন শীল শর্মা, দীপ্ত কর্মকার সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন মেয়র গৌতম দেব জানান, নদী পরিষ্কার ও নদী থেকে মাটি তোলার কাজ চলছে।এই কাজে আনুমানিক ৮.৮৫ কোটি টাকা ব্যয় হবে।কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখতে এলাম।এই কাজ সম্পন্ন হলে নদীর পাড়ে থাকা বাড়িগুলোর বর্ষায় আর সমস্যা হবে না।এছাড়াও এই অঞ্চলে দুটি ব্রীজ আছে।এই দুটি ব্রিজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে করে দেওয়া হবে জানান তিনি।
