খড়িবাড়ি, ২৬ ডিসেম্বরঃ নদী থেকে বালি-পাথর চুরির অভিযোগ পেয়ে অভিযান চালালো পুলিশ।বাজেয়াপ্ত পাথর বোঝাই একটি ট্রাক্টর।
জানা গিয়েছে, খড়িবাড়ির ডুমুরিয়া নদীতে বালি চুরির খবর পেয়ে সাতসকালে অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। অভিযানের টের পেয়েই পালিয়ে যায় বেশকিছু ট্রাক্টর।যদিও একটি ট্রাক্টর আটক করে পুলিশ।তবে পালিয়ে যায় চালক।
পুলিশ সূত্রে খবর, আগামী দিনে আরও অভিযান চলবে।
