শিলিগুড়ি, ৩১ অক্টোবরঃ নদীতে ভেসে আসা বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার।
জানা গিয়েছে, শনিবার রাতে বাড়িভাষা জোড়াপানী নদীতে একটি কচ্ছপ ভেসে আসে।সেইসময় এলাকার এক শিশু কচ্ছপটিকে উদ্ধার করে।এরপর রাতে কচ্ছপটিকে বাড়িতেই রাখা হয়।রবিবার সকালে এনজেপি থানার পুলিশের হাতে কচ্ছপটিকে তুলে দেন স্থানীয় বাসিন্দা কর্ণ সরকার।
পরবর্তীতে বনদপ্তরের হাতে কচ্ছপটিকে তুলে দেওয়া হয়।