রাজগঞ্জ, ২৪ জুলাইঃ নদী ভাঙ্গনের কবলে রাজগঞ্জের পূর্ব হরিচরণভিটা গ্রাম।গ্রামের পাস দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর ভাঙ্গনে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।নদীতে বাঁধ দেওয়া না হলে একসময় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে গ্রামটি। তাই অবিলম্বে বাঁধ দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা।
রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব হরিচরণভিটায় প্রায় ৩০ টি পরিবার বহু বছর থেকে বসবাস করছেন। গ্রামের একদিকে করতোয়া নদী এবং অন্যদিকে রয়েছে হারিয়া নদী।প্রতিবছর বর্ষাকালে নদীর পাড় ভেঙ্গে ক্রমশ গ্রামের দিকে ধেয়ে আসছে।যে কারণে আতঙ্কে রয়েছেন গ্রামের বাসিন্দারা।
বাসিন্দারা বলেন, নদী ভাঙ্গনের ফলে অনেকের জমি নদীগর্ভে চলে গিয়েছে। বিশেষকরে বর্ষাকালে জলের ধাক্কায় ঘরবাড়িও নদীর গ্রাসে চলে যেতে পারে, এই আতঙ্কে তারা রাতে ঠিকমতো ঘুমোতে পারেন না। তাই অবিলম্বে বাঁধের দাবি করেন তারা।
অন্যদিকে স্থানীয় বাসিন্দা তথা এবারে জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য ধনঞ্জয় মল্লিক বলেন, গ্রাম পঞ্চায়েতের বিদায়ী বোর্ড ওই নদীর বাঁধ তৈরি করেনি। নতুন বোর্ড গঠন হলে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বাঁধ তৈরির চেষ্টা করা হবে।