‘নদী বাঁচাও জীবন বাঁচাও’ কমিটির সচেতনতামূলক প্রচার

শিলিগুড়ি,৭ ফেব্রুয়ারিঃ নদী বাঁচাতে উদ্যোগী হল  ‘নদী বাঁচাও জীবন বাঁচাও’ আন্দোলন কমিটি । গত ২ ফেব্রুয়ারি থেকে সাইকেল নিয়ে  সচেতনতামূলক প্রচার   শুরু করেছে তারা। আগামী ১২ ফেব্রুয়ারি সমাপ্ত হবে তাদের এই কর্মসূচি।


আসাম সীমান্ত বারিভাসা সংকোষ নদী থেকে এই যাত্রা শুরু করেন তারা। পরবর্তীতে আলিপুরদুয়ার, এথেলবাড়ি, ওদলাবাড়ি, ফাঁসিদেওয়া , শিলিগুড়ি হয়ে ইসলামপুর, করনদিঘী, বুনিয়াদপুর, মালদা হয়ে পারদেওনাপুর পদ্মা নদীতে গিয়ে শেষ হবে তাদের এই কর্মসূচি। শুক্রবার শিলিগুড়িতে পৌঁছালে ১২ জনের ওই দলকে সংবর্ধনা জানান এনজেপি গেট বাজারের যুবভারতী সমাজসেবা সংস্থা।

‘নদী বাঁচাও জীবন বাঁচাও’ এর পক্ষ থেকে তাপস দাস জানান, জমি মাফিয়াদের পাশাপাশি বালু পাথর মাফিয়াদের দৌরাত্বে বাংলার নদী গুলি নিজেদের অস্থিত্ব হারাতে বসেছে। দ্রুত নদী বাঁচানোর সংকল্প গ্রহন না করা হলে মানচিত্র থেকে পরিবেশের এই লাইফ লাইন একদিন চিরতরে মুছে যাবে।  


তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিলিগুড়ি যুবভারতী সংস্থার সভাপতি বিপ্লব রায় জানান, তারাও তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার অঙ্গীকারে আবদ্ধ হয়েছেন। শুক্রবার তাদের পক্ষ থেকে  এক সচেতনামূলক সভার আয়োজন করা হয়েছে। যেখানে শিলিগুড়ির বিভিন্ন   পরিবেশপ্রেমী সংস্থা  উপস্থিত থেকে নদী বাঁচাও নিয়ে প্রচার মূলক বক্তব্য সাধারন মানুষের কাছে তুলে ধরেন। এছাড়া নদী বাঁচাও নিয়ে আগামীতে অন্যান্য কর্মসূচি গ্রহণ করবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *