শিলিগুড়ি, ১৩ জুনঃ দখল হয়ে রয়েছে ফুলেশ্বরী নদী। আবর্জনা ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে জল যাওয়ার গতিপথ। সেই নদীর হাল ফেরাতে উদ্যোগী হল শিলিগুড়ি পুরনিগম। বিভিন্ন জায়গায় যেখানে নদীর জল আটকে রয়েছে সেখানে সাফাই কর্মীদের মাধ্যমে আবর্জনা সরিয়ে ও মাটি কেটে নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। রবিবার সুভাষপল্লীতে নদীতে সংস্কারের কাজ শুরু হয়ে যায়। কাজ খতিয়ে দেখতে সেখানে যান পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রঞ্জন সরকার। কোথাও যাতে নদী দখল না হয় সে ব্যাপারে দেখার কথা বলেন পুরনিগমের কর্মীদের।
এদিন তিনি জানান, ফুলেশ্বরী, জোরাপানি নদী বিভিন্ন জায়গায় দখল হয়ে রয়েছে। নদীকে দখলমুক্ত করা হচ্ছে। এছাড়া নদীতে যাতে কেউ আবর্জনা, থার্মোকল, প্লাস্টিক না ফেলে সে ব্যাপারেও আবেদন করা হচ্ছে। প্রতিটি বাজার কমিটির সঙ্গে আলোচনায় বসে তাদেরও এব্যাপারে সচেতন করা হবে।
অন্যদিকে এদিন সুভাষপল্লীতে নদী পরিদর্শনে গিয়ে দেখেন বাজারে কিছু ব্যবসায়ী রাস্তা দখল করে ব্যবসা করছেন। তাদেরও সতর্ক করা হয়। রাস্তা আটকে বাজার না বসানোর ব্যাপারে সতর্ক করা হয় ব্যবসায়ীদের।