রাজগঞ্জ, ২৩ জুলাইঃ নদী ভাঙ্গনের কবলে আমবাড়ির গোকুলভিটা গ্রামের রাস্তা,আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।
রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গোকুলভিটা গ্রামে বহু পরিবার ও বাগানের শ্রমিকেরা বসবাস করেন। ওই গ্রামের পাস দিয়ে বয়ে যাওয়া করোতোয়া নদীর ভাঙ্গনে প্রতিবছর নদী গর্ভে চলে যাচ্ছে রাস্তা। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। নদীতে বাঁধ দেওয়া না হলে একসময় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে গ্রাম সহ কয়েক বিঘা চা বাগান।তাই বাসিন্দারা অবিলম্বে বাঁধ দেওয়ার দাবি তুলেছেন।।
বাসিন্দারা বলেন, নদী ভাঙ্গনের ফলে অনেকের জমি নদীগর্ভে চলে গিয়েছে।বিশেষকরে বর্ষাকালে জলের ধাক্কায় গ্রামের যাতায়াতের রাস্তা ভেঙে যাচ্ছে।এখন এই রাস্তা দিয়ে যাতায়াত বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তা দিয়ে কোনরকম গাড়ি যাতায়াত করার উপক্রম নেই।বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে।বাঁধের দাবী জানিয়েছেন তারা।
এই বিষয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ জানান, এলাকার নদী ভাঙ্গনের কথা জানতে পেরে পরিদর্শনে গিয়েছিলাম।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাকার মানুষের চলাফেরা করতে যাতে কোন অসুবিধা না হয় সেই ব্যবস্থা করা হবে।