শিলিগুড়ি, ১৩ মেঃ নদীর চর দখল করে মন্দির বানানোর অভিযোগ।ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত হাতিয়াডাঙ্গার চন্দননগর এলাকায়।এদিন ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী এবং ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের প্রধান মিতালী মালাকার।
অভিযোগ, হাতিয়াডাঙ্গার চন্দননগর এলাকায় নদীর চর দখল করে এবং নদীর গতিপথ পরিবর্তন করে সেখানে একটি মন্দির নির্মাণ করা হচ্ছে।স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে আজ ঘটনাস্থলে যান বিধায়ক শিখা চ্যাটার্জী এবং প্রধান মিতালী মালাকার।কাজে বাঁধা দিতে গেলে মন্দির কমিটির সঙ্গে বচসা বাঁধে তাদের।ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।খবর পেয়ে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ।এরপর মন্দিরের কাজ বন্ধ করে দেওয়া হয়।
এদিন বিধায়ক এবং প্রধানের অভিযোগ করে বলেন, জমি মাফিয়া এবং তৃণমূল কংগ্রেসের মদতে দীর্ঘদিন ধরে নদীর চর দখল করে প্রথমে মন্দির এবং পরবর্তীতে সেই জমি বিক্রির চক্রান্ত চলে আসছে।
এদিকে ঘটনাস্থলে পৌঁছান বিন্নাগুড়ি অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত সদস্য মামনী রায় এবং তৃণমূল নেতা শাকালু রায়।এই বিষয়ে শাকালু রায় বলেন, মন্দির কমিটির তরফে আমাকে ডাকা হয়।সেইকারণেই এখানে এসেছি।অনেকেই নদীর চর দখল করে বাড়ি করেছে।সেগুলো না ভেঙে মন্দির ভাঙ্গার কথা বলা হচ্ছে।