শিলিগুড়ি,১৬ মার্চঃ নদী থেকে বালি, পাথর তোলার কাজ অবিলম্বে লিজ দেওয়ার দাবিতে বৃহস্পতিবার মাটিগাড়ার বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করল নদী শ্রমিক ঐক্য।
এদিন শ্রমিক ও ট্রাক্টর মালিকরা মাটিগাড়ার বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিএলআরও’কে স্মারকলিপি প্রদান করেন। মূলত জানুয়ারি মাস থেকে বন্ধ নদী ঘাট। নতুন করে লিজ না আসায় বন্ধ রয়েছে নদী। বাসিন্দারা জানান,এই এলাকার বাসিন্দাদের রুটিরুজি একমাত্র নদী থেকে বালি, পাথর তোলা। সামনেই বর্ষা আসছে। ফের বন্ধ হবে ঘাট। তার আগে দ্রুত ঘাট খোলার দাবি জানান তারা। তিনদিনের মধ্যে ঘাট না খুললে জাতীয় সড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এই বিষয়ে মাটিগাড়ার বিডিও শ্রীবাস বিশ্বাস জানান, জেলাশাসকের মাধ্যমে রাজ্যের কাছে নদী থেকে বালি, পাথর তোলার কাজ অবিলম্বে লিজ দেওয়ার দাবি জানানো হবে।