শিলিগুড়ি,২৬ সেপ্টেম্বরঃ নকল মদ বিক্রির অভিযোগে গ্রেফতার হল এক ব্যবসায়ী।ধৃতের নাম বিক্কি প্রসাদ।শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা ধৃত।
জানা গিয়েছে, কার্শিয়াং এ একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত বিদেশি মদের দোকানে অভিযান চালিয়ে প্রায় ৩০ লিটার নকল মদ উদ্ধার করে আবগারি দপ্তর।যার বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।ঘটনায় গ্রেফতার করা হয় শিলিগুড়ি প্রধাননগরের বাসিন্দা বিক্কি প্রসাদকে।নকল মদের ওপর বিদেশি দামি মদের স্টিকার লাগিয়ে গ্রাহকদের কাছে বিক্রি করা হতো।ধৃতকে বৃহস্পতিবার কার্শিয়াং আদালতে তোলা হয়।
ডেপুটি এক্স সাইজ কালেক্টর কিরাট সিং বিরদি জানান,ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আবগারি দপ্তর জানতে পারে যে বিক্কি প্রসাদের বাড়ির নিচে আরো বিপুল পরিমাণ নকল মদ রাখা রয়েছে।সেখান থেকেও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নকল মদ।
নকল মদ ও নকল মদের স্টিকার কোথা থেকে এনে এই ব্যবসা করতো ধৃত তা জানতে তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর।