শিলিগুড়ি,২৫ আগস্টঃ আনলক পর্ব শুরু হতেই স্বাভাবিক ছন্দে ফিরছে শহরের জনজীবন। রাস্তাঘাট, বাজার জুড়ে মানুষের ভিড়। তবে এর মধ্যেই সচেতনতাকে বুড়ো আঙুল দেখিয়ে একশ্রেনীর মানুষ বিনা মাস্কেই অবাধে ঘুরে বেড়াচ্ছেন।
লকডাউনের জেরে শহরে করোনা আক্রান্তের যে সংখ্যা ছিল, আনলক পর্ব শুরু হতে সেই সংখ্যাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে।একদিকে ডাক্তারেরা জানাচ্ছেন, এখন উপসর্গহীন রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে এবং তাদের থেকেও সংক্রমণ ছড়াতে পারে, অন্যদিকে সেইসমস্ত নির্দেশকে অমান্য করে রাস্তায় বেরিয়ে অনেকেই নাকের নীচে ঝুলিয়ে রাখছেন মাস্ক।আবার অনেকে মাস্ক ছাড়াই রাস্তায় বের হচ্ছেন।
শহরজুড়ে প্রতিদিনই যেখানে মিলছে করোনা আক্রান্তের খোঁজ, সেখানে মানুষ কতটা সচেতন তা নিয়ে উঠছে প্রশ্ন। পথচলতি সেইসকল মানুষকে প্রশ্ন করলে আবার উত্তর মিলছে ‘মাস্ক পড়ে লাভ নেই’।কেউ বা অজুহাত দিয়ে বলছে ”মাস্ক পড়লে গরম লাগছে’। কেউ বা আবার ভুলেই যাচ্ছেন মাস্ক পড়তে। তাই এখনও মানুষ কতটা সচেতন সেই বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।