আলিপুরদুয়ার,২৪ জুলাইঃ উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নম্বরে অসন্তুষ্ট ছাত্রছাত্রীরা।শনিবার আলিপুরদুয়ার জংশন কাঁঠালতলা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন নেতাজি বিদ্যাপীঠের পড়ুয়ারা।
ছাত্রছাত্রীরা জানান, বিদ্যালয়ের সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৩৩০।ফলে উচ্চ স্তরের শিক্ষার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে।অভিযোগ,তাদের যে নম্বর দেওয়া হয়েছে তা অত্যন্ত কম।অন্যান্য বিদ্যালয়ের তুলনায় তাদের স্কুলের পরীক্ষার্থীদের অনেক কম নম্বর দেওয়া হয়েছে।তাই তাদের দাবি পুনর্বিবেচনা করে তাদের ফলাফল প্রকাশ করা হোক।
এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।পরবর্তীতে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা দাস জানান, পদ্ধতিগত বিষয়গুলি আমরা সঠিক ভাবে না বুঝতে পারার দরুন সমস্যা তৈরি হয়েছে।আমরা ছাত্রছাত্রীদের পাশে আছি।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আমাদের আবেদন, যাতে পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ফলাফলের বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করা হয়।