রাজগঞ্জ, ১৫ জুনঃ সিপিএম প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাঁধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রাজগঞ্জ বিডিও অফিসে এই নিয়ে সাময়িক উত্তেজনার ছবি ধরা পরল।অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সিপিএম এর অভিযোগ, রাজগঞ্জের সুখানি অঞ্চলের সুভাষপল্লীর স্থানীয় সিপিএমের মনোনীত প্রার্থী রিনা দাস ডিসিআর কেটে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় শাসকদল তৃণমূলের কয়েকজন তাকে বাঁধা দেয়।এমনকি মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়।এরপর রাজগঞ্জ বিডিও অফিসের সামনে এই নিয়ে পুলিশের সামনেই সুর চরান সিপিএমের অঞ্চল কমিটির সদস্যরা।এরফলে সাময়িক উত্তেজনা ছড়ায়।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, বিরোধীরা বিভ্রান্তিমূলক প্রচার করছে।মানুষ ভোট দেবেন। সারা জলপাইগুড়ি জেলা, রাজগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেসের কোথাও মস্তানি নেই। এবার ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন জলপাইগুড়ির মানুষ নির্বিঘ্নে ভোট দেবেন।