শিলিগুড়ি, ১৪ মার্চঃ পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির তরফে আয়োজিত হল শিক্ষক সমাবেশ।অনুষ্ঠানের প্রথমেই নন্দীগ্রাম দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
এদিন শহীদ বেদিতে মাল্যদান করে নন্দীগ্রামে কৃষি আন্দোলনের ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।এরপরেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হলপ্রাঙ্গনে শিক্ষক সমাবেশ আয়োজিত হয়।আসন্ন বিধানসভা নির্বাচনে কিভাবে কাজ হবে সেটাই ছিল এই সমাবেশের মূল বিষয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা গৌতম দেব, রঞ্জন সরকার, প্রাইমারি কাউন্সিল বোর্ডের চেয়ারম্যান ডঃ সুপ্রকাশ রায়, শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র সহ অন্যান্য বেশকিছু বিধানসভার প্রার্থী ও শিক্ষক-শিক্ষিকারা।