নোংরা-আবর্জনার গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা, শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস উপপ্রধানের

রাজগঞ্জ, ৪ মেঃ নোংরা-আবর্জনার গন্ধে অতিষ্ঠ আমবাড়ির বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, আমবাড়ি হাটের বিভিন্ন নোংরা ফেলা হয় ওই পাড়ার পাশে। এলাকাটি যেন ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। বহু বছর থেকে এমন ঘটনা হয়ে আসছে।ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা।


রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া হাটটি এলাকায় আমবাড়ি হাট নামে পরিচিত। জেলা পরিষদের অধীনে রয়েছে ওই হাটটি। সপ্তাহে সোম ও শুক্রবার হাট বসে। এছাড়াও রয়েছে স্থায়ী দোকানপাট সহ বাজার। জনবহুল এলাকার মধ্যে ওই হাটে রাজগঞ্জ ব্লক ছাড়াও শিলিগুড়ি ও জলপাইগুড়ি জেলার ব্যবসায়ীরা আসেন। কিন্তু হাটের নোংরা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনও জায়গা নেই। ফলে হাটের পাশেই এক জায়গায় নোংরা ফেলা হয়। সেখানে রয়েছে প্রচুর বাড়ি, দোকানপাট, দুটি হাইস্কুল ও একটি উপস্বাস্থ্য কেন্দ্র। ওই নোংরা আবর্জনার গন্ধে স্থানীয়দের টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। পথ চলতি মানুষদেরও নাকে রুমাল দিয়ে যাতায়াত করতে হয়।

স্থানীয় এক বাসিন্দা বলেন, সেখানে তিনি একটি ছোট খাবারের দোকান করতেন । কিন্তু ওই দুর্গন্ধের জন্য গ্রাহক আসতে চায় না। তাই বাধ্য হয়ে দোকান বন্ধ করে দিয়েছেন। 


এই বিষয়ে আমবাড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুবল সরকার বলেন, কমপক্ষে ১৫ বছর থেকে হাটের যাবতীয় নোংরা এখানে ফেলা হয়। ওই দুর্গন্ধের জন্য পার্শ্ববর্তী বাসিন্দারা ক্ষুদ্ধ। বিষয়টি এর আগেও প্রশাসনকে জানানো হয়েছে।  খুব শীঘ্রই একটা ব্যবস্থা করার জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানকে লিখিতভাবে জানানো হবে।

স্থানীয় বাসিন্দা তথা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার কান্তি দত্ত বলেন, খুব শীঘ্রই হাট কর্তৃপক্ষ ও গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করে  সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *