ফুলবাড়ি, ২৯ ডিসেম্বরঃ একাধিক দাবীতে উত্তরকন্যা অভিযান নর্থবেঙ্গল বাসফোর এবং হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের।ফুলবাড়ি মার্ডার মোড়ে মিছিল আটকে দেয় পুলিশ।
জানা গিয়েছে, গত ২৬ ডিসেম্বর কোচবিহার গান্ধিমূর্তীর পাদদেশ থেকে নর্থবেঙ্গল বাসফোর এবং হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাফাই কর্মীরা উত্তরকন্যা অভিযান শুরু করে। ২৯ ডিসেম্বর এই পদযাত্রা ফুলবাড়িতে এসে পৌচ্ছায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকার করে আলোচনা, দলিত হরিজন সাফাই কর্মীদের উন্নয়ন, বিভিন্ন সরকারি দপ্তরে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ ২২ দফা দাবিতে এই অভিযানে সামিল হন সংগঠনের সদস্যরা।এদিন মিছিল করে উত্তরকন্যার দিকে আসতেই ফুলবাড়ি মার্ডার মোড়ে মিছিল আটকে দেয় পুলিশ।পরে ৮ জনের একটি প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি প্রদান করে।
এই বিষয়ে কোর-কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লব কুমার মল্লিক বলেন, গত ২৬ ডিসেম্বর কোচবিহার থেকে ২২ দফা দাবি নিয়ে আমরা উত্তরকন্যা অভিযানে বেড়িয়েছিলাম। আজ ৮ জন প্রতিনিধি এসে উত্তরকন্যার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে দাবিগুলো জানালাম। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।